পারফেক্ট জব কেয়ার কম্পিউটার এন্ড শর্টহ্যান্ড ট্রেনিং সেন্টার
পারফেক্ট জব কেয়ার বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কম্পিউটার ও সাঁটলিপি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে, ১০ম হতে ২০তম গ্রেডের সরকারি চাকরির জন্য লিখিত ও এমসিকিউ প্রস্তুতিসহ ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান ও বেকারত্ব দূরীকরণ
পারফেক্ট জব কেয়ার কম্পিউটার ও সাঁটলিপি প্রশিক্ষণ প্রদানসহ নিয়োগ পরীক্ষার লিখিত, এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় প্রস্তুতির জন্য সার্বিক নির্দেশনা ও সহযোগিতা প্রদান করে। পারফেক্ট জব কেয়ার হতে প্রতি বছর অধিক প্রশিক্ষণার্থী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নিয়োগ লাভ করে। বাংলাদেশের প্রায় সকল সরকারি দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁটলিপিকার, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ইত্যাদি পদে পারফেক্ট জব কেয়ারের প্রশিক্ষণার্থী কর্মরত আছেন।
আধুনিক কম্পিউটার ল্যাব
কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য পারফেক্ট জব কেয়ারের সকল শাখায় রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব। সার্বক্ষণিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটার ল্যাবে সফটওয়্যার ও ম্যানুয়াল পদ্ধতিতে প্রশিক্ষণ ও টাইপ অনুশীলনের ব্যবস্থা রয়েছে।
১০ হতে ২০ গ্রেড নিয়োগ প্রস্তুতি সহজ ও দ্রুত করার লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে রচিত বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান ক্লাস করানো হয়। যা ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সহজতর।
অনলাইন কোর্স ম্যাটেরিয়ালস
অফলাইন ক্লাস ও প্রশিক্ষণের পাশাপাশি পারফেক্ট জব কেয়ারের প্রশিক্ষণার্থীদের জন্য সাপ্তাহিক অনলাইন লাইভ ক্লাস, লাইভ ক্লাস রেকর্ড, রেকর্ডেড ভিডিও, লেকচারশীট, অনলাইন সাম্প্রতিক জব সলিউশন, অনলাইনে লিখিত ও এমসিকিউ পরীক্ষা, অনলাইন টাইপ পরীক্ষাসহ আরো অনেক সুবিধা রয়েছে।